এসএসসি ২০২৫ ঢাকা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
১) মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
ক) কেষ্টদাস
খ) রুস্তুম শেখ
গ) সগীর আলী
ঘ) মতলব মিয়া
উত্তরঃ ঘ) মতলব মিয়া
২) “মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি”-কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
i. স্বদেশপ্রেম
ii. স্বজাত্যবোধ
iii. ভাষাপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
৩) ‘আশা’ কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?
ক) কান্না-হাসির অন্তরালে
খ) প্রতিবেশীর আঁধার ঘরে
গ) জীর্ণভেড়ার ঘরে
ঘ) যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ঠ থাকে
উত্তরঃ গ) জীর্ণভেড়ার ঘরে
উদ্দীপকঃ লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন। এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না। এমন রচনায় জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে।
৪) উদ্দীপকের সাথে কোন সাহিত্য রূপের মিল রয়েছে?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) নাটক
উত্তরঃ গ) ছোটগল্প
৫) সহায় সম্পদ বল, সকলই ঘুচায় ‘কাল’-এই পঙক্তিটিতে ‘বল’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক) ক্ষমতাকে
খ) সময়কে
গ) বয়সকে
ঘ) জীবনকে
উত্তরঃ ক) ক্ষমতাকে
উদ্দীপকঃ লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন। এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না। এমন রচনায় জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে।
৬) উক্ত সাহিত্যের আলোচ্য বিষয়-
i. জীবনের খন্ড ঘটনা
ii. জীবনের অপূর্ণ রূপ
iii. তথ্য উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
৭) ‘সতত’ শব্দের অর্থ কী?
ক) সর্বদা
খ) সৎভাবে
গ) স্মরণীয়
ঘ) সততাপূর্ণ
উত্তরঃ ক) সর্বদা
উদ্দীপকঃ হযরত ওমর (রা.) কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন প্রথমত, বিদ্রোহী মালিক ইবনে গোবায়রা পরাজিত, হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত, অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতাজ্ঞানে পূজা করতে শুরু করে।
৮) সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে “মানুষ মুহম্মদ (সা.)” এর প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়?
ক) এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।
খ) আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।
গ) সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল।
ঘ) অভিশাপ দেওয়ার চিন্তাও তাঁহার অন্তরে উদিত হয় নাই।
উত্তরঃ খ) আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।
৯) বহিপীর’ নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?
ক) বহিপীর
খ) তাহেরা
গ) হকিকুল্লাহ
ঘ) খোদেজা
উত্তরঃ ঘ) খোদেজা
১০) ‘দারা’ শব্দটির দ্বারা কী বুঝানো হয়েছে?
ক) পুত্র
খ) কন্যা
গ) স্বামী
ঘ) স্ত্রী
উত্তরঃ ঘ) স্ত্রী
১১) “মিষ্টি যেন গুড় দেবো তোমায়” উক্তিটিতে দুর্গার কী ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) ক্ষোভ
খ) উপহাস
গ) স্নেহ
ঘ) অভিমান
উত্তরঃ ক) ক্ষোভ
১২) ১৭ মে সোমবার ১৯৭১ সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল?
ক) ৫৫ জন
খ) ৫৬ জন
গ) ৫৭ জন
ঘ) ৫৮ জন
উত্তরঃ ক) ৫৫ জন
উদ্দীপকঃ গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে ‘বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে। আনমনে কণ্ঠে বেজে ওঠে
ধনে ধান্যে পুষ্পে ভরা, আমাদেরি বসুন্ধরা…..
১৩) “খোদার কসম আমি ভিনদেশি পথিক নই আমি কোন আগন্তুক নই” কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল?
ক) ধর্মভীরুতা
খ) প্রকৃতিপ্রেম
গ) স্বদেশপ্রীতি
ঘ) সাম্যবাদ
উত্তরঃ গ) স্বদেশপ্রীতি
১৪) “তোর সামনে খারাপ দিন আছে বুধা” উক্তিটি কার?
ক) মতিউরের
খ) আহাদ মুন্সির
গ) কুদ্দুসের
ঘ) পাকিস্তানী সেনার
উত্তরঃ ক) মতিউরের
উদ্দীপকঃ অসুস্থ আমান মৃত্যুভয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেদের সাথে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু সামিয়া বয়স্ক সমেদকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামের মাতব্বরের সহযোগিতায় এ অসম বিয়ে বন্ধ হয়।
১৫) উদ্দীপকের মাতব্বর ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়?
ক) আনোয়ার
খ) বহিপীর
গ) হাশেম
ঘ) হকিকুল্লাহ
উত্তরঃ গ) হাশেম
উদ্দীপকঃ গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি পাথরের উপর দিয়ে ‘বয়ে চলার দৃশ্য মনকে চঞ্চল করে তোলে। আনমনে কণ্ঠে বেজে ওঠে
ধনে ধান্যে পুষ্পে ভরা, আমাদেরি বসুন্ধরা…..
১৬) উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব ‘প্রবাস বন্ধু’ ভ্রমণ কাহিনির কোন লাইনে প্রতিফলিত হয়েছে?
ক) কাবুলের হাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়।
খ) সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রতি ধুলো নেই, বালু নেই।
গ) পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে চলে।
ঘ) দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো
উত্তরঃ খ) সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রতি ধুলো নেই, বালু নেই।
১৭) “একলা গাই, একলা ধাই
দিবস রাত-সাঁঝ সকাল”
-এ বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে?
ক) সৌন্দর্য প্রীতি
খ) প্রকৃতি প্রেম
গ) গতিময়তা
ঘ) নির্ভীকতা
উত্তরঃ গ) গতিময়তা
১৮) হাতেম আলীর বাল্যবন্ধু কে?
ক) বহিপীর
খ) হকিকুল্লাহ
গ) হাশেম
ঘ) আনোয়ার উদ্দিন
উত্তরঃ ঘ) আনোয়ার উদ্দিন
১৯) মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে?
ক) মুসাফির
খ) মুয়াজ্জিন
গ) মোল্লা-পুরহিত
ঘ) চেঙ্গিস-মামুদ
উত্তরঃ গ) মোল্লা-পুরহিত
২০) পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেলায়?
ক) রাজশাহী
খ) রংপুর
গ) নওগাঁ
ঘ) কুমিল্লা
উত্তরঃ গ) নওগাঁ
মহা বিদ্রোহী রণ-ক্লান্ত আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল,
আকাশে বাতাসে ধ্বনিবেনা।
২১) কবিতাংশটির ভাব ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মধ্যে ফুটে ওঠেছে?
ক) ফুলকলি
খ) শাহাবুদ্দিন
গ) কুত্তি
ঘ) মতিউর
উত্তরঃ খ) শাহাবুদ্দিন
২২) শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়?’
ক) মনুষ্যত্বলোকে
খ) জ্ঞানালোকে
গ) দিবালোকে
ঘ) আনন্দলোকে
উত্তরঃ ক) মনুষ্যত্বলোকে
২৩) আমাদের স্কুল-কলেজের ছেলেমেয়েরা বই পড়ে কীভাবে?
ক) দায়ে পড়ে
খ) বাধ্য হয়ে
গ) স্বেচ্ছায়
ঘ) শিক্ষার জন্য
উত্তরঃ ক) দায়ে পড়ে
উদ্দীপকঃ অসুস্থ আমান মৃত্যুভয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেদের সাথে বিয়ে দিতে রাজি হয়। কিন্তু সামিয়া বয়স্ক সমেদকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামের মাতব্বরের সহযোগিতায় এ অসম বিয়ে বন্ধ হয়।
২৪) উদ্দীপকের সামিয়া ও ‘বহিপীর’ নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে-
i. প্রতিবাদ
ii. সহিষ্ণুতা
iii. বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
২৫) “ফুরায়ে এসেছে তেল”-এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক) বাতির তেল ফুরানো
খ) ছেলের মৃত্যু আসন্ন
গ) রাত শেষ হয়ে গেছে
ঘ) এখনই সূর্য উঠবে
উত্তরঃ খ) ছেলের মৃত্যু আসন্ন
২৬) “উপেক্ষিত শক্তির উদ্বোধন” প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বুঝানো হয়েছে-
i. জাতি গঠনে নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়া
ii. স্বাধীনতার আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হওয়া
iii. বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ গ) i ও iii
২৭) “অভাগীর স্বর্গ” গল্পের উপস্থাপিত তাৎপর্য
i. সামন্তবাদের নির্মম রূপ
ii. হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রনা
iii. রোগক্লিস্ট মানুষের যাপিত জীবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ ক) i ও ii
উদ্দীপকঃ হযরত ওমর (রা.) কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন প্রথমত, বিদ্রোহী মালিক ইবনে গোবায়রা পরাজিত, হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত, অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতাজ্ঞানে পূজা করতে শুরু করে।
২৮) ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধে বর্ণিত হযরত মুহম্মদ (সা.) এর কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয়?
i. ক্ষমা
ii. শৌর্য
iii. সাধুতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তরঃ খ) i ও iii
২৯) ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কবির ভাবনায় কী প্রকাশ পেয়েছে?
ক) সভ্যতার স্থবিরতা
খ) ব্যক্তি জীবনের স্থায়িত্ব
গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
ঘ) হতাশার আর্তনাদ
উত্তরঃ গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য
৩০) গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে?
ক) সপ্তাহখানেক পরে
খ) দিন ছয়েক পরে
গ) দিন পাঁচেক পরে
ঘ) দিন চারেক পরে
উত্তরঃ ক) সপ্তাহখানেক পরে
[postbox-blue]অন্যান্য বোর্ড এর প্রশ্ন ও সমাধানঃ
এসএসসি ২০২৫ ঢাকা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ রাজশাহী বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ যশোর বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ কুমিল্লা বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ চট্টগ্রাম বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ সিলেট বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ দিনাজপুর বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ ময়মনসিংহ বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
এসএসসি ২০২৫ বরিশাল বোর্ড বাংলা ১ম পত্র বহুনির্বাচনি অভীক্ষা প্রশ্ন ও সমাধান
[/postbox-blue]